চট্টগ্রাম,১১ এপ্রিল, ২০২২:
পাকিস্তানের পার্লামেন্টে গত শনিবার অনাস্থা ভোটে তেহরিক ই ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারানোর পর আজ সোমবার পাকিস্তান মুসলিম লীগের-নওয়াজ- এর প্রধান শাহবাজ শরীফকে ২৩ তম প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ৩৪২ সদস্যের মধ্যে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। যেখানে ১৭২ ভোটের পেলেই প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। তবে যে সংখ্যক অনাস্থা ভোটে ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে হটানো হয়েছে শাহবাজ একই পরিমাণ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের ইতিহাসে প্রথম ও একমাত্র অনাস্হা ভোটের শিকার ছিলেন ইমরান খান। শাহবাজের প্রতিদ্বন্দ্বি ছিলেন পিটিআইয়ের সহ-সভাপতি ও সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তবে ভোটাভুটি শুরু হবার আগে রান খান তার দলের ১১৫ জন সংসদ সদস্য নিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়ে সংসদ থেকে বের হয়ে যান(ওয়াক আউট করেন)।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের ছোট ভাই। এর তিনি তিনবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। সূত্র: সংবাদ মাধ্যম
Discussion about this post