চট্টগ্রাম, ১৫ মে, ২০২২:
বাংলাদেশ ও শ্রী লঙ্কার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে শ্রী লঙ্কা চার উইকেট হারিয়ে ২৫৮ রান করেছে। দিনের শুরুতে প্রথম সেশনে শ্রী লঙ্কার দুই উইকেট তুলে নেন নাঈম হাসান। দ্বিতীয় সেশন উইকেট শূন্য থাকলেও তৃতীয় সেশনে সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম একটি করে উইকেট তুলে নেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ বল খেলে ৯ রান করা লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে নাঈমের এলডব্লিউর ফাঁদে আউট হন। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে তার রান ছিল ২৪৪, ১১৮ ও ৬৬। করুণারত্নের পর বাইশতম ওভারে নাঈমের বলে ওশাদা ফার্নান্দো লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। আউট হবার আগ পর্যন্ত তিনি ৭৬ বলে ৩৬ রান করেন।
তৃতীয় সেশনে তাইজুল ইসলাম মেন্ডিসকে ও সাকিব আল হাসান ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করেন। তবে ২৫৮ রান করা শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিলেও স্বাগতিকদের আগামীকালের বোলিংয়ে বোঝা যাবে এই টেস্টে বাংলাদেশের গতি। যদি ২১৩ বলে ১৪ চার ও এক ছক্কায় ১১৪ রান নিয়ে ক্রিজে থাকা ম্যাথিউসকে থামানো সম্ভব হয়। যার সাথে আছে ৭৭ বলে দুই ছক্কায় ৩৪ রান করা দিনেশ চান্দিমালও।
তবে বাংলাদেশের সাকিব আল হাসান কোভিড থেকে ফিরেই ১৯ ওভার বল করে ২৭ রান দিয়েছেন মাত্র যেখানে ছিল ৫টি মেডেন ওভার।
Discussion about this post