চট্টগ্রাম, ১৭ মে, ২০২২:
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন গতকাল সোমবার শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান করেছিল বাংলাদেশ। আজ জয় ৩১ ও তামিম ৩৯ রান নিয়ে শুরুটা করে বেশ আশা উদ্দীপক। ঘরের মাঠে ফিরেই যেন নিজেদের খুঁজে পেয়েছেন ব্যাটাররা। এদিকে লঙ্কানদের চেয়ে আজ ৭৯ রানে পিছিয়ে থেকে টাইগাররা ৩ উইকেট হারিয়ে ৩১৮ রান তুলেছে। তামিম ইকবাল সেঞ্চুরি পেয়েছেন, এটি তার দশম সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ৩ জন্য ব্যাটসম্যান। এর মধ্যে আজ দিনের দ্বিতীয় সেশনে ৫৮ করে আউট হন জয়। তাদের উদ্বোধনী জুটি ভাঙ্গে ১৬২ রানে। জয় আউট হবার পর বাংলাদেশ হারায় নাজমুল শান্ত (১) ও অধিনায়ক মুমিনল হকের(২) উইকেট। শ্রী লঙ্কার বদলি খেলোয়াড় কাসুন রাজিথা এই দুই উইকেট তুলে নেন। এরপর মুশফিক এসে তামিমের সাথে বেশ ভালোই সামাল দিচ্ছিলেন। কিন্তু তাদের জুটির ৩৬ রান হতেই রিটায়ার্ড হার্ট ফিরে আসেন তামিম ইকবাল।২১৭ বলে ১৫ চারে ১৩৩ রানে আপাতত থেমে আছে ইনিংস। টেস্টে ৫ হাজার রান থেকে থেকে তিনি মাত্র ১৯ রান দূরে। এরপর লিটন দাসকে নামানো হয়। তৃতীয় সেশন পর্যন্ত ব্যাট চালিয়ে মুশফিকুর রহিম (৫৩*) এবং লিটন দাস (৫৪*) রানের জুটি গড়েন।
এর আগে শ্রী লঙ্কার ৩৯৭ রানের মধ্যে ১৯৯ রান করেছেন এঞ্জেলা ম্যাথুস। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে এক রানের আক্ষেপে পুড়তে হলো অ্যাঞ্জেলো ম্যাথুসকে। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র এক রানের দূরত্বে নাঈম হাসানের শিকার হয়েছেন এই লঙ্কান অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংস থেকে ছয়টি উইকেট তুলে নেন নাঈম হাসান। তিন উইকেট নেন শ্সাবিসেরা অলরা্কউন্বডার আল হাসান।
তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের যে গোবেচারা অবস্থা ছিল শ্রী লঙ্কার সাথে স্বাগতিক বাংলাদেশের তাতে অনেক পার্থক্য। এমন ব্যর্থতার পর টাইগারদের ব্যাটিং নিয়ে বিশ্বাস নড়েবড়ে হয়ে গয়েছিল। সে জায়গায় েএই টেস্ট বাংলাদেশও চালকের আসনে বসার সম্ভাবনা আছে। সেটার কিছুটা বোঝা যাবে কাল চতুর্থ দিনে।
Discussion about this post