চট্টগ্রাম,২৭ মে, ২০২২:
গতকাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে সাকিব আল হাসান যে আশার কথা শুনিয়েছিলেন সেই আশার কিছুটা সকালে সাকিব ও লিটন কুমারের ব্যাটে দেখা গেলেও লাঞ্চ বিরতির পর দুই জনে দুটি অর্ধ শতক হাঁকিয়ে প্রথমে লিটন(৫২) এবং অল্প কিছুক্ষণ পর আউট হন সাকিব(৫৮)।
আর এতেই বাংলাদেশের পরাজয় লেখা হয়ে গিয়েছিল। মোসাদ্দেক(৭), তাইজুল, খালিদ যেন নিয়ম রক্ষার জন্য মাঠে নামেন। এভাবে দ্বিতীয় সেশনেই স্বপ্নভঙ্গ। অর্থাৎ ৯.৩ ওভারের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এতেই দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট মুমিনুলের দল। ২৯ রানে জয়ের লক্ষে ব্যাটিংয়ে নেমে শ্রী লংকার দুই ওপেনার ৩ ওভারে জয় নিশ্চিত করেন। ১ ছক্কা ও ৩ চারে ৮ বলে ২১ রানে অপরাজিত ছিলেন লঙ্কান ওপেনার ওশাদা ফার্নান্দো। আর অধিনায়ক দিমুথ করুণারত্নে ৭ রানে অপরাজিত থাকেন । দ্বিতীয় টেস্ট জয়ে ১-০ ব্যবধানে সিরিজও জিতেছে লঙ্কানরা। এর আগে চট্টগ্রাম টেস্ট ড্র হয়েছিল শ্রীলঙ্কার সাথে।
সাকিব লিটনের পর গতকাল চার উইকেটে ৩৪ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ।
দিনের শুরুতে মুশফিকুর রহিমের উইকেট হারানোর(৩৯ বলে২৩ রান) পর যে শঙ্কা তৈরি হয়েছিল, সাকিব ও লিটনের জুটি সেই শঙ্কা অনেকটা দূর করেছিলেন উইকেটে থিতু হয়ে। প্রথম সেশন শেষ হবার ঠিক আগেই চার মেরে সাকিব পেয়েছেন অর্ধশতক। এ সময়ে শ্রীলঙ্কার ১৪১ লিড পেরিয়ে শ্রীলংকাকে বিরুদ্ধে টার্গেট দাঁড় করোনার দিক এগিয়ে যাচ্ছিলেন তারা।
তবে ঢাকার মিরপুর টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের অষ্টম ব্যাটসম্যান হিসাবে দুই হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন লিটন কুমার দাশ। দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করার সময় তার রান ছিল ৪১।শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ম্যাচসেরা হয়েছেন। অ্যাঞ্জেলো ম্যাথুজ হয়েছেন সিরিজসেরা ।
Discussion about this post