চট্টগ্রাম,১৬ জুন, ২০২২:
করোনা সংক্রমণ ফের বাড়ছে। সংক্রমণ ঠেকাতে নতুন পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
তিন মাস পর করোনা সংক্রমণ গতকাল বুধবার থেকে দৈনিক সনাক্ত রোগীর সংখ্যা দুইশ ছাড়িয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ২৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এই অবস্থায় পরামর্শক কমিটি, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে থাকায় বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য ‘কোভিড নেগেটিভ’ সনদ এবং টিকা সনদ বাধ্যতামূলক করার সুপারিশ করেছে। একইসাথে জনসমাগম বর্জন, মাস্ক পরা বাধ্যতামূলক করা এবং ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি আবার চালুর করতে পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা গতকাল বুধবার কমিটির ৫৮তম সভা থেকে সরকারের কাছে এসব সুপারিশ করেন। পরামর্শক কমিটি বলছে, যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরন এবং উপধরনে সংক্রমণের হার বেশি, সেসব দেশ থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে ভাইরাস ছড়াচ্ছে। এজন্য বিমান, স্থল ও নৌ বন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে অধিক আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের জন্য প্রয়োজনে কোভিড-১৯ নেগেটিভ সনদ, টিকা সনদ আবশ্যক করতে হবে।
কোভিড সংক্রমণ তথ্য অনুযায়ী, গত শনাক্তের হারও তিন শতাংশের বেশি ছিল। বুধবারের হিসাবে গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৮৮। আগের দিন এই হার ছিল ৩ দশমিক শূন্য ৫৬। এর আগের ২৪ ঘণ্টায় ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এই পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৫০৬ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।
Discussion about this post