চট্টগ্রাম, ৩ ডিসেম্বর, ২০২২:
নানা নাটকীয়তা, রোমাঞ্চ, আপসেটের মধ্য দিয়ে বিশ্বকাপের ২২তম আসরের প্রথম পর্ব শেষ হয়েছে। ৩২ টি দল থেকে হারজিতের পয়েন্ট হিসাবনিকাশ করার পর নক আউট পর্বে গেছে ১৬ টি দল। এই ১৬ টি দল দিয়েই সাজানো হয়েছে নক আউট পর্ব।যেখানে জয় পেলে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা খুলবে। আর হারলে বিদায় ঘটবে সেখান থেকেই। এছাড়া এই রাউন্ড থেকেই শুরু হবে পেনাল্টি শুটআউট। নক আউট পর্বে প্রত্যেক গ্রুপ থেকে ২ টি করে দল গিয়েছে। গ্রুপ “এ” থেকে নেদারল্যান্ডস ৭ পয়েন্ট ও সেনেগাল ৬ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে গিয়েছে। গ্রুপ “বি” থেকে ইংল্যান্ড ৭ পয়েন্ট ও এউএসএ ৫ পয়েন্ট নিয়ে নক পর্বে গিয়েছে। গ্রুপ “সি” থেকে আর্জেন্টিনা ৫ পয়েন্ট ও পোল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে নক পর্বে গিয়েছে। গ্রুপ “ডি” থেকে ফ্রান্স ৬ পয়েন্ট ও অস্ট্রেলিয়া ৬ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে গিয়েছে। গ্রুপ “ই” থেকে জাপান ৬ পয়েন্ট ও স্পেন ৪ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে গিয়েছে। গ্রুপ “এফ” থেকে মরোক্কো ৭ ও ক্রোয়েশিয়া ৫ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে গিয়েছে। গ্রুপ “জি” থেকে ব্রাজিল ৬ পয়েন্ট ও সুইজারল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে গিয়েছে। গ্রুপ “এইচ” থেকে পর্তুগাল ৬ পয়েন্ট ও সাউথ কোরিয়া ৪ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে গিয়েছে।
নক আউট পর্ব থেকে উত্তীর্ণ হয়ে শুধুমাত্র ৮টি দল পরের পর্বে যাওয়ার সুযোগ পাবে। নক আউট পর্বের প্রথম ম্যাচ আজ রাত ৯ টায় নেদারল্যান্ডস বনাম ইউএসএ ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে। এরপর রাত একটায় আর্জেন্টিনা: অস্ট্রেলিয়া ম্যাচ।
এছাড়া নক আউট পর্বে যেসব দেশ পরস্পরের মুখোমুখি হচ্ছ সেগুলো হচ্ছে – ৪ ডিসেম্বর রাত নয়টায় ফ্রান্স বনাম পোল্যান্ড ও রাত একটায় ইংল্যান্ড বনাম সেনেগাল, ৫ ডিসেম্বর রাত নয়টায় জাপান বনাম ক্রোয়েশিয়া, রাত ১টায় দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল, ৬ ডিসেম্বর রাত ৯টায় মরোক্ক বনাম স্পেন ও রাত ১ টায় পর্তুগাল বনাম সুইজারল্যান্ডের ম্যাচ দিয়ে নক আউট পর্ব সমাপ্ত হবে।
Discussion about this post