চট্টগ্রাম, ২৮ জানুয়ারি, ২০২৩:
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, আমাদের ঘরে ঘরে শুধু শিক্ষিত নয়, মানবিক ও সাংস্কৃতিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। এ জায়গায় কোন ছাড় দেওয়া যাবে না। যে রাজনীতি আমাদেরকে সংস্কৃতিবান করবে না, তা মানবিক বোধসম্পন্ন হবে না। তাই প্রত্যেককে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পড়তে হবে। তাহলে দেখা যাবে কি পরিমাণ মানবিক গুণসম্পন্ন রাজনীতিবিদ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ ছাড়া মাদক ও অপরাধমুক্ত সমাজ, মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গত শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে তার গ্রামের বাড়ি আমিলাইশ ব্যাংক মাঠে সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল আলীম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, আমিলাইশ শক্তি সংঘের সভাপতি শ্যামল দত্ত, চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান এইচ এম হানিফ, শামসুল ইসলাম, ব্যবসায়ী মো. ইলিয়াছ সওদাগর ও প্রবাসী মহিউদ্দিন ফয়সাল।
সংবর্ধনা শেষে আমিলাইশ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শেখ হাসিনা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারে ৭নং ওয়ার্ডকে ৩-২ গোলে হারিয়ে ৫নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হন।বিজ্ঞপ্তি
Discussion about this post