চট্টগ্রাম,৯ মার্চ,২০২৩:
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজের পর আজ ৯ মার্চ থেকে শুরু হলো বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে আজ বিকাল ৩টায়। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটাররা দুর্দান্ত শুরু করে। কিন্তু ১০ম ওভারের পরে সেই ধারাবাহিকতা রাখতে পারেনি ইংলিশ ব্যাটাররা। ১০ম ওভারে দলীয় ৮০ রানের মাথায় ফিল সল্ট ৩৫ বলে ৩৮ রান করে নাসুমের বলে উইকেট কিপার লিটনের হাতে কট বিহাইন্ড হয়ে ফিরে যান প্যাবিলিয়নের দিকে। ডেভিড মালান দলীয় ৮৮ রানের মাথায় ১২ তম ওভারে সাকিবের বলে শান্তের হাতে ক্যাচ দিয়ে বসেন। ৭ বলে ৪ রান করে তিনিও সল্টকে অনুসরণ করেন। তারপরে বেন ডাকেট নেমে বাটলারের সাথে ভালো একটি পার্টনারশিপ করলেও ১৬তম ওভারে তিনিও ১৩ বলে ২০ রান করে বিদায় নেন। পরের ওভারেই হাসান মাহমুদের বলে জস বাটলার নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে বসেন। ৪২ বলে ৬৭ রান করেন তিনি। পরে স্যাম করন নামলেও প্রত্যাশিত কিছুই করতে পারেননি তিনি। স্যাম করণ ১৯তম ওভারে হাসান মাহমুদের বলে শান্তকে ক্যাচ দিয়ে বসেন। ক্রিস উক্সও তার পরবর্তীতে নেমে তাসকিনের বলে আউট হয়ে ২ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান। মঈন আলী ও ক্রিস জর্ডান দুইজনই অপরাজিত ৮ রান ও ৫ রান করে স্কোরবোর্ডে দলীয় ১৫৬ রানের টার্গেট তুলে ধরেন। ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে টাইগাররা সুন্দর একটা ইনিংস শুরু করেন। লিটন ও রনি তালুকদারের ব্যাটে দুর্দান্ত ব্যাটিং শুরু হয়। কিন্তু দলীয় ৩৩ রানের মাথায় রনি তালুকদার আদীল রশীদের বলে সাজঘরে ফিরে যান। ১৪ বলে ২১ রান করেন তিনি। ৫ম ওভারেই লিটনও জোফরা আর্চারের বলে সাজঘরে ফিরে যান। ১০ বলে ১২ রান করেন তিনি। ফার্স্ট ডাউনে নামা শান্ত ও তৌহিদ হৃদয়ের মধ্যেই তাদের ক্লাস দেখানো শুরু করেন। দুর্দান্ত সব শটে বাংলাদেশকে ভালো একটা পজিশনে নিয়ে যান তারা। কিন্তু দলীয় ১০৮ রানের মাথায় ১২তম ওভারে মঈন আলীর বলে ১৭ বলে ২৪ রান করে স্যাম করণের হাত ক্যাচ দিয়ে বসেন। পরের ওভারেই দুর্দান্ত ব্যাটিং করা শান্তকে গতিময় বোলিংয়ে মার্ক উড পরাস্ত করেন। স্টাম্প ভেংগে দেন মার্ক উড। দলীয় ১১২ রানের মাথায় ৩০ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন শান্ত। বাকিটা টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান ও আফিফ হোসেন সমাপ্ত করেন। সাকিব ২৪ বলে ৩৪ ও আফিফ ১৩ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। আর খুব সহজেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিজেদের করে নেয় টাইগাররা। দারুণ ব্যাটিং বোলিং ও ফিল্ডিং করে ইংলিশদের হারিয়ে দেয় টাইগাররা।
Discussion about this post