চট্টগ্রাম, ২৩ মার্চ, ২০২৩:
দেশে গতকাল বুধবার আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। আজ শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। কাল শুক্রবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। আগামী কাল শুক্রবার থেকে শুরু হবে রমজানে প্রথম রোজা, ভোররাতে সেহেরির পর থেকে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা পালন শুরু করবেন। প্রথম তারাবিহর নামাজ হবে আজ বৃহস্পতিবার। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বুধবার রাতে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে। আগামী ১৮ এপ্রিল মঙ্গলবার রাতে পালিত হবে পবিত্র শবে কদর।
ইসলামিক ফাউন্ডেশনে বৈঠক শেষে গতকাল বুধবার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সংবাদ মাধ্যমকে বলেন, দেশের আকাশে কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই বৃহস্পতিবার শেষ হবে শাবান মাস এবং শুক্রবার শুরু হবে রমজান।
তবে আজ ২৩ মার্চ চট্টগ্রামের চন্দনাইশ শাহ্ছুফী মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জ্জিরখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা শুরু করেছেন। গত ২২ মার্চ মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা যাওয়ার উপর ভিত্তি করে তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রোজা পালন শুরু করেছেন বলে জানিয়েছেন, চন্দনাইশ শাহ্ছুফী মমতাজিয়া দরবার শরীফের শাহজাদা মতি মিয়া মনছুর।
দেশের চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ফতুল্লা, ময়মনসিংহ, ঢাকা, গাজীপুর, সিলেট, মৌলভীবাজার, খুলনা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ফিরোজপুর, ঝালকাটি, ফরিদপুর, মাদারীপুরের অর্ধ সহস্রাধিক গ্রামে আজ ২৩ মার্চ থেকে রোজা পালন শুরু হচ্ছে। জানা যায়, প্রায় দুইশত বছর আগে সাতকানিয়া মির্জাখিল গ্রামে মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগিরি (রঃ) হানাফী মাজহাবের ফতোয়া অনুযায়ী পৃথিবীর যে কোন দেশে চাঁদ দেখা গেলে রোজা ও ঈদসহ সকল ধর্মীয় উৎসব পালন করার ফতোয়া দিয়েছেন। তারই উত্তরসুরী মাওলানা আবদুল হাই জাহাগীরির অন্যতম খলিফা চন্দনাইশ শাহ্ছুফি দরবারের পীর মাওলানা শাহ্ছুফি আমজাদ আলী (রঃ) এর মুরিদ ও অনুসারিরা একই নিয়মে রোজা ও ঈদ পালন করে আসছে।
সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য স্থানের সাথে সংগতি রেখে মাহে রমজান মাসের চাঁদ দেখা যাওয়াকে কেন্দ্র করে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর শাহ্ছুফী মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়া উপজেলার মির্জ্জিরখীল দরবার শরীফের অনুসারীরা আজ ২৩ মার্চ থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু করেছেন। তার অংশ হিসেবে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর আব্বাস পাড়া, পূর্ব এলাহাবাদ, মাইজপাড়া, ছৈয়দাবাদ, হাশিমপুর খুনিয়া পাড়া, পৌরসভার দক্ষিণ হারলা, সাতবাড়ীয়া, বরমা, বাইনজুরী, কেশুয়া, কানাইমাদারী, দক্ষিণ হাশিমপুর বড়পাড়া, ধোপাছড়ি, পটিয়ার হাইদগাঁও, মংলারপাড়া, বাহুলী, কালারপুল, খরনা, সিয়ানপাড়া, বাথুয়া, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা, লিচুবাগান, কুলুশিয়া, মদুনাঘাট, সাতকানিয়ার বাজালিয়া, ফকিরপাড়া, কেওচিয়া, মির্জারখীল শাহপুর, ঢেমশা, চরতী, বাঁশখালীর গুনাগুরী, মইশ্যাপাড়া, গুয়াজরপাড়া, কালীপুর, আনোয়ারার তৈলারদ্বীপ, বুরুমছড়া, লোহাগাড়ার বড়হাতিয়া, সীতাকুন্ডুর রহমতপাড়া, বাঁশবাড়িয়া, বাড়বকুন্ডুতে আজ থেকে রোজা রাখতে শুরু করেছেন।
চট্টগ্রামের পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চন নগর, জুনিগোনা, আব্বাসপাড়া,মাঝের পাড়া, ষ্টেশন, দিঘির পাড়, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, হারালা, সাতবাড়িয়া, উত্তর হাশিমপুর, সৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, বাঁশখালীর জলদী,গুনাগড়ি, কালিপুর, গন্ডামারার মিরিঞ্জিরিতলা, সনুয়া,সাধনপুর,আনোয়ারার তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন;বোয়ালখালীর চরনদ্বীপ,খরণদ্বীপ; লোহাগড়ার বড়হাতিয়া, আমিরাবাদ, চুনতি, পুটিবিলা, উত্তরসুখছরি, আধুনগর; সাতকানিয়ার মির্জাখিল, বাংলাবাজার, মাইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গা, পুরানগর, মালেয়াবাদ গ্রামসহ সীতাকুন্ড, সন্দীপ, মীরস্বরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া, উখিয়া, বান্দরবান, আলী কদম। নোয়াখালী জেলার বেগমগঞ্জ, কুতুবপুর,ফেনী, ঢাকা জেলার নারায়নগঞ্জে লামাপাড়া ফতুল্লা, বরিশার জেলার সাগরদী, টিয়াখালী, জিয়াসড়ক, বাবুগঞ্জে খানপুরা, মাধবপাশা, কেদারপুর, মাধবপাশা,মেহেন্দীগঞ্জে তালুকদারচর,পতাং, চরকেউটিয়া,সাহেবের হাট, বাকেরগঞ্জের সুন্দরকাঠি দরবার শরীফ, গোমা, পেয়ারপুর হিজলায় শ্রীরামপুর দরবার শরীফ, ঘোশেরচর, মুলাদী, উত্তমনগর, ঝালকাঠি, পিরোজপুর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, পটুয়াখলীর বাউফলে ধাউরাভাঙ্গা, শাবুপুড়া, কয়েনা,শাপলাখলী,রাজনগর,দ্বিপাশা,মদনপুরা, চন্দ্রপাড়া, তাতেরকাঠি, রাঙ্গাবালীর-পশুরীবুনিয়া,চরযমুনা,সেনেরহাওলা, খালগোড়া বাজার, ফুলখালী, কোরালিয়া, বাহেরচর, গলাচিপা, ডাকুয়া, কলাপাড়া সদর,ইটবাড়িয়া, নিশানবাড়িয়া দরবার শরীফ,ধানখালী, পাঁচজুনিয়া, চালিতাবুনিয়া, লালুয়া, তেগাছিয়া, চান্দুখালী দরবার শরীফ এবং বরগুনা, শরিয়তপুর, মাদারিপুর, নরসিংদি,ভোলাসহ সহ¯্রাধিক গ্রামে রোজা রাখা শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Discussion about this post