চট্টগ্রাম, ২৩ এপ্রিল,২০২৩:
হাওরে ধান কাটা ও মাড়াইয়ের সময় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বজ্রপাতে ৯ জন কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন তিনজন।
আজ ২৩ এপ্রিল সুমামগঞ্জের ছাতকের ৩ জন, দোয়ারাবাজারের ২ জন,তাহিরপুরে ১ জন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে ২ জন ও সিলেটের বালাগঞ্জ উপজেলায় একজন বজ্রপাতে মারা যান।
রোববার দুপুরে কালবৈশাখীর ঝড়ের সময় বজপাতে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩৫), ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬৫), ষাটার্ধ্বো চরমহল্লা গ্রামের আব্দুস সামাদ, তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রমজান মিয়া (১৪)।
তারা সকলে ধান কাটা ও মাড়াইয়ের সময় বজ্রপাতে নিহত হন বলে সংবাদমাধ্যমগুলো স্থানীয় প্রশাসনের বরাতে জানিয়েছে।
Discussion about this post