চট্টগ্রাম,২ জুলাই, ২০২৩:
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা বাহী আরও একটি জাহাজ পায়রা বন্দরে ভিড়েছে। পানামার পতাকাবাহী জাহাজ এমভি পাভো ব্রেইভ রোরবার সকালে পায়রা বন্দরে নোঙ্গর করে। এটি ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে।
পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, গত শনিবার রাতে জাহাজটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের বর্হিনোঙরে পৌঁছায়। রোববার সকাল ১০টার দিকে জাহাজটি রাবনাবাদ চ্যানেলের অভ্যন্তরীণ নোঙরে ভিড়েছে। আগামী ৫ জুলাই আরও ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা পায়রা বন্দরে আসবে।
এর আগে গত ২২ জুন পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করে ‘এমভি এ্যাথেনা’ নামের একটি জাহাজ। এরপর বিদ্যুৎ উৎপাদন শুরু হয় পায়রায়। এর দ্বিতীয় জাহাজ আসার কথা ছিল ১ জুলাই। সেই অনুযায়ী জাহাজটি ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে আসে। এর ফলে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটিও শীঘ্রই বিদ্যুৎ উৎপাদনে যাবে।
তবে আগামী ৫ জুলাই আরও ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা পায়রা বন্দরে আরও একটি জাহাজ আসবে। পর্যায়ক্রমে ১৬টি জাহাজ পায়রা বন্দরে সাত লাখ ৩০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে আসবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য।
Discussion about this post