চট্টগ্রাম, ৭ জুলাই, ২০২৩:
দেড়মাস ছুটির পর বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ ঘণ্টা বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি ক্রিকেটে( ওয়ান ডে ও টেস্ট) ফেরার সিদ্ধান্ত নেন। তবে তিনি দেড় মাসের ছুটিতে থাকার কারণে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচে আর খেলবেন না। যে সিরিজের প্রথম ম্যাচ খেলে তিনি সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। দেড় মাস ছুটি শেষে এশিয়া কাপে মাঠে নামবেন তিনি।
আজ শুক্রবার ঢাকায় ফিরলে তাকে নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করাতে গণভবনে নিয়ে যান সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ডেকে নেন। সেখানে বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তামিম বলেন, “আজ দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। কারণ, আমি সবাইকে ‘না’ বলতে পারি, দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে ‘না’ বলা অসম্ভব।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে এক-দেড় মাসের ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো কিছু, মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি… তার পর যা করা দরকার ও তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাল্লাহ খেলব।’’
মাশরাফির মাধ্যমেই তামিমকে শুক্রবার গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিন ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার পর অবসরের ঘোষণা প্রত্যাহার করন তামিম।