চট্টগ্রাম, ৩১ জুলাই, ২০২৩:
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি জেব্রা বাচ্চা দিয়েছে। শনিবার রাতে ফুটফুটে বাচ্চাটির জন্ম দেয় মা জেব্রা। এর আগে এপ্রিলে আরও একটি বাচ্চা জন্ম হয় এই পার্কে। নতুন বাচ্চাটি সহ গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মোট ২৭ টি জেব্রা হল। পার্কে ১৩টি স্ত্রী ও ১৩টি পুরুষ জেব্রা ছিল আগেই। ২০১৩ সালে এই পার্কে দক্ষিণ আফ্রিকা থেকে বেশ কিছু জেব্রা আনা হয়েছিল।
তবে জেব্রা শাবকটি পুরুষ না স্ত্রী তা জানা যায়নি। এজন্য আরো সময় লাগবে।
তবে নতুন জেব্রা শাবকটি ভালো আছে এবং মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আনন্দের সাথে – জানান পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
Discussion about this post