চট্টগ্রাম, ২৪ নভেম্বর,২০২৩:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি৩ হাজার ৩৬২টি। কাল অর্থাৎ ২৫ নভেম্বর প্রার্থী চূড়ান্ত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যে মনোনয়ন চূড়ান্ত না হওয়া জন্য অপেক্ষা করতে হবে মনোনয়ন ফরম সংগ্রহকারী সকল সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীকে।
ওবায়দুল কাদের জানিয়েছেন, রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে। আগামী শনিবারের (২৫ নভেম্বর) মধ্যে দেশের সব প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এরপর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করবে আওয়ামী লীগ। তিনি বলেন, আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। প্রার্থী বাছাই ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সারাদেশে যে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে তার মধ্যে
ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। চারদিনে এই মনোনয়ন ফরম বিক্রি করা হয়।
Discussion about this post