চট্টগ্রাম, ০৩ ডিসেম্বর, ২০২৪:
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, তারা সত্যিই বাংলাদেশের সঙ্গে একটি স্থায়ী, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে তাদের আকাঙ্খা পূরণে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার সম্পর্ককে ‘বহুমুখী ও বিস্তৃত’ হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, অনেক আন্তঃনির্ভরশীলতা রয়েছে এবং পারস্পরিক সুবিধার জন্য এটি গড়ে তুলতে চায়। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করে। মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ মন্ত্রণালয়ে প্রবেশ করেন প্রণয় ভার্মা। পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেন, তাকে (ভারতীয় রাষ্ট্রদূত) আসতে বলা হয়েছে। ভারতীয় হাইকমিশনার তখন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন। মন্ত্রণালয়কে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।