চট্টগ্রাম, ০৮ অক্টোবর, ২০২৫:
সারাদেশের মত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নয় মাস থেকে ১৫(১৪ বছর ১১ মাস ২৯ দিন) বছরের কম বয়সীদের ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম চলবে এক মাস। ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের, ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকা দান করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
আজ সকালে নগরের লালদিঘির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরি কনফারেন্স রুমে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন,সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর আওতায় দেশব্যাপী টাইফয়েড জ্বর প্রতিরোধের এ কর্মসূচিতে নগরীতে আট লক্ষ ২৯ হাজার তিনশ এক জনকে টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ৫ লাখ একত্রিশ হাজার একশ সাতষট্টি জন ও কমিউনিটিতে দুই লাখ ছিয়ানব্বই হাজার ৭ শ চুরাশি জন টার্গেট করা হয়েছে। টিকা ক্যাম্পেইনে নানা প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। এজন্য চারশ দশ টি টিম করা হয়েছে। ৪১ ওয়ার্ডে সাত জোনে ১৫৪৬ বিদ্যালয়ে এবং৭৮৩ আউট রিচ সাইডে টিকা প্রদান করা হবে।
শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল আটটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত টিকাদান চলবে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক শেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা
তবে ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর হলে, টিকা গ্রহণের পর এলার্জির ইতিহাস থাকলে, টিকা গ্রহণের দিন অসুস্থ থাকলে এবং গর্ভবতী বা দুগ্ধদানকারী মা হলে টাইফয়েড টিকা গ্রহণ করা যাবে না।