চট্টগ্রাম,১৭ অক্টোবর ২০২৫:
সবকিছু পুড়ে গেলেও ১৭ ঘণ্টা পর চট্টগ্রামে ইপিজেডের তোয়ালে ও সার্জিক্যাল গাউন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির কারখানার ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল ১৬ অক্টোবর দুপুর দুটার কারখানা দুটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ২৩টি এবং বিমানবাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিট মিলিয়ে মোট ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নির্বাপনে কাজ করে সেনাবাহিনী ও বিজিবির টিম। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের রোবটও যুক্ত করে প্রতিষ্ঠানটি। অন্যদিক গতকাল রাতে বৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার ফাইটারদের পক্ষে সহায়ক হয়।
তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরো অগ্নি নির্বাপন সম্ভব হয়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে পিসিএল-কে জানানো হয়েছে -চট্টগ্রামে ইপিজেডের তোয়ালে ও সার্জিক্যাল গাউন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির কারখানার আগুন নিয়ন্ত্রণে আসলে সম্পূর্ণ নির্বাপন হয়নি। ঘটনাস্থলে এখনো ফায়ার সার্ভিসের ছয়টি টিম কাজ করছে।
আগুনের ঘটনায় দুটি তদন্ত টিম গঠন করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যে ভবনে আগুন লেগেছে সেটি বিল্ডিং কোড মেনে করা হয়নি। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বেশি।
সূত্র জানায়, অগ্নিকাণ্ডের পর অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির সাততলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
ইনজুরি ও ক্যাজুয়ালটি ছাড়া শ্রমিকদের বের করে আনা সম্ভব হলেও কারখানার উৎপাদিত সামগ্রী সহ সবকিছু পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি টাকার।