চট্টগ্রাম, ২৩ অক্টোবর, ২০২৫:
আগামী ২৬-২৮ অক্টোবর ৩ দিনব্যাপী চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ‘১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হবে। সম্মেলনের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে স্কুল ও জলজ বাস্তুতন্ত্রের আন্তঃবিষয়ক সমন্বয়’।
২৬ অক্টোবর বিকাল ৩টায় সিভাসু অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে সম্মেলন উদ্বোধন করবেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।
আজ দুপুরে সিভাসুর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সিভাসু আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব তথ্য জানান। সংবাদ সম্মলনে সিভাসুর ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক প্রফেসর ড. রাশেদুল আলম সহ অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিভাসুর উপাচার্য জানান, ৩ দিনের বৈজ্ঞানিক সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন দেশি-বিদেশি গবেষক ও বৈজ্ঞানিকগণ।
সম্মেলনে ৭টি সাবথিম নিয়ে আলোচনা হবে। এগুলো হল -পশু ও পোল্ট্রি ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, খাদ্য নিরাপত্তা ও প্রক্রিয়াজাতকরণ, জেনেটিক টুলসের মাধ্যমে প্রাণিসম্পদ উন্নয়ন, পোষাপ্রাণী ও বন্যপ্রাণীর স্বাস্থ্যসেবা, ওয়ান হেলথ ব্যবস্থা ও গবেষণা, উদ্ভাবন।
সম্মৃলনে বিশেষ অতিথি হিসেবে দেশি- বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত থাকবেন।
সম্মলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের প্রখ্যাত ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট এবং ইমেরিটাস অধ্যাপক ড. আলাসডেয়ার অ্যালেক্স জে কুক।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
প্রথম দিন সম্মেলনে সভাপতিত্ব করবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
সম্মেলনের আহ্বায়ক এবং সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক।
দ্বিতীয় দিনের (২৭ অক্টোবর) প্রথম অংশে
“Opportunities and Challenges of Blue Economy in Bangladesh”
প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবদুল ওয়াহাব, দ্বিতীয় অংশে প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবু রেজা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ, চট্টগ্রামের প্রখ্যাত ইন্টারনিস্ট ও নেফ্রোলজিস্ট প্রফেসর ড. এমরান বিন ইউনুস।
তৃতীয় দিনের (২৮ অক্টোবর) প্রথম অংশে প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের মহারাষ্ট্র অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল সামাদ, আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. প্রোবোধ বোরাহ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল আলিম। দ্বিতীয় অংশে প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টল এর ইমেরিটাস অধ্যাপক প্রফেসর ড. সারাহ বেইলি এবং ভিয়েতনামের হ্যানয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশন এর অ্যাসোসিয়েট প্রফেসর সন গুয়েন লান হং।
২৮ অক্টোবর বিকালে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান।
সিভাসু গত ২০০৩ সাল হতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার সিভাসু’তে ‘১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক গবেষক অংশগ্রহণ করবেন।
সম্মেলনের প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউট, পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, ভেটেরিনারি হাসপাতাল এবং প্রায় ২০টি বিভাগের কার্যক্রম ও গবেষণা স্টলে প্রদর্শন করা হবে। এছাড়া, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ফিড কোম্পানি এবং হ্যাচারি থেকেও স্টলে অংশগ্রহণ করবেন।