চট্টগ্রাম,২ মে ২০২২:
দুষ্কৃতিকারীদের স্থান আওয়ামী লীগে হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেছেন, জিতেন গুহ আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার উপর যে হামলা হয়েছে সেটা শুধু নিন্দনীয় নয়, জঘণ্য। যারা হামলা করেছে তারা দল থেকে বহিষ্কৃত। তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।
আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পটিয়ার আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে হাসপাতালে দেখতে গিয়ে ফিরে আসার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, এ ধরনের দুষ্কৃতিকারীদের স্থান দলে হবে না। যারা দলের নাম ভাঙ্গিয়ে দলের সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা করে, দলের পরীক্ষিত নেতাদের নিগৃহীত করে তাদের দলে স্থান নেই। বিএম জসীমকে আগেই বহিষ্কার করা হয়েছে। এখন থানা আওয়ামী লীগ সিদ্ধান্ত দিয়েছে তাকে যেন আজীবন বহিষ্কার করা হয়। জিতেন গুহের উপর হামলার সুষ্ঠু বিচার হবে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
মন্ত্রী এর আগে আহত জিতেন কান্তি গুহের পাশে কিছুক্ষণ সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে ছিলেন, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
গত শুক্রবার পটিয়া উপজেলার হাইদগাও ব্রাহ্মণঘাটায় জিতেন গুহকে খুটির সাথে বেধে মেরে গুরুতর আহত করা হয়। হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বি এম জসীম ও তার ছেলেকে এই ঘটনায় মামলার আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়েছে।
Discussion about this post