চট্টগ্রাম, ১৯ মে, ২০২২:
দুই বছরে বিশ্বব্যাপি কোভিড মহামারির পর কান ফিল্ম ফেস্টিভ্যাল -২০২২ ঐতিহ্যবাহী রূপ নিয়ে এই মে মাসে আবার অনুষ্ঠিত হচ্ছে। ১৭ মে থেকে শুরু হয়েছে এই উৎসব।
এবারের ফেস্টিভ্যালের ৭৫তম আসরে ‘মুজিব : একটি জাতির রূপকার’ (Mujib : The Making of a Nation) চলচ্চিত্রের ট্রেইলার উদ্বোধনে যোগ দিতে গতকাল মঙ্গলবার রাতে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ১৭ মে থেকে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবে ‘মার্শে দ্যু ফিল্ম’ নামে বিশ্ব চলচ্চিত্রের ব্যস্ততম বাণিজ্যিক শাখায় আজ বৃহস্পতিবার ১৯শে মে ভারতীয় প্যাভিলিয়নে এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেইলার উদ্বোধনে অংশ নেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল, চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি, মুখ্য অভিনয় শিল্পীরা এবং কর্মকর্তাবৃন্দ।
এবার ৭৫ তম উৎসবে টম ক্রুজ সহ বিখ্যাত লেখক এবং হলিউড, বলিউড তারকাদের মেলা বসছে। এই বছর উৎসবে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। প্রয়োজন হবে না স্বাস্থ্য সংক্রান্ত কোনও সনদ।
অভিজ্ঞ, নবাগত অভিনেতা সিনেমা নির্াতা সকলের সাথে টম ক্রুজদের মত বিখ্যাতদের এক মিলনমেলাও এটি। তাই এটি
সিনেমার এমন একটি উৎসব বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস ফিল্ম ফেস্ট।
ইউক্রেনের যুদ্ধের মধ্যে শুরু হওয়া ফ্রেঞ্চ রিভেরার সমাবেশ, আমাদের অস্থির সময় সম্পর্কে জরুরী প্রশ্নগুলোর উত্তর খোঁজার পাশাপাশি সিনেমার অতীত আইকনগুলির সাথে নস্টালজিক ঘটনাগুলির ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছে এবার এই কান চলচ্চিত্র উৎসব।
৭৫ তম এই হীরক জয়ন্তীতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিষয়গুলো সেখানে উঠে আসতে পারে। এছাড়া যুদ্ধ, অভিবাসন, নারীবাদী সংগ্রাম এবং জলবায়ু ইস্যুগুলো চলচ্চিত্র নির্মাতাদের এজেন্ডা হয়ে এবার ধরা দিবে এই চলচ্চিত্র উৎসবে।
কানের এই বছরের জুরি প্রধান ভিনসেন্ট লিন্ডন, যিনি ফরাসি অভিনেতা। তিনি বৈশ্বিক পরিস্থিতির বিষয়গুলো তার বিবেচনায় রয়েছে বলে জানান।
এপ্রিলে মারিউপোলে নিহত হওয়ার আগে প্রয়াত লিথুয়ানিয়ান চলচ্চিত্র নির্মাতা মানতাস কেভেদারাভিসিয়াসের তোলা ফুটেজটিও তার বাগদত্তা হান্না বিলোব্রোভা দ্বারা দেখানো হবে।
ইউক্রেনের প্রতিনিধিত্ব করবেন কান তারকা সের্গেই লসনিৎজা, যার সর্বশেষ ডকুমেন্টারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান শহরগুলির ধ্বংসের কিাহিনী চিত্রিত হয়েছে। প্রদর্ন করা হবে মাকসিম নাকোনেচনির সময়োপযোগী “বাটারফ্লাই ভিশন”।
এই বছর, পালমে প্রতিযোগিতায় মহিলাদের দ্বারা পরিচালিত পাঁচটি চলচ্চিত্র রয়েছে, যা কানের জন্য একটি রেকর্ড।
এবার বাজ লুহরম্যান তার “এলভিস” বায়োপিক আনবেন,এছাড়া “ম্যাড ম্যাক্স: ফিউরি রোড”, ইদ্রিস এলবা এবং টিল্ডা সুইন্টন অভিনীত একটি ফ্যান্টাসি মহাকাব্যের আত্মপ্রকাশ করবেন। রক ‘এন’ রোল কিংবদন্তি জেরি লি লুইস সম্পর্কে একটি তথ্যচিত্র দেখানো হবে।
ভারত থেকে একটি উল্লেখযোগ্য দল থাকবে সেখানে। ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন সহ।এই তারকা দম্পতির সাথে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ঢালিউড তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার।
মধ্যপ্রাচ্য এবং আরব দেশগুলোও তাদের চলচ্চিত্র শিল্প নিয়ে উপস্থিত সেখানে। তারেক আলীর সর্বশেষ কায়রো-সেট থ্রিলার সহ পাশাপাশি সাইদ রৌস্তায়ি এবং আলি আব্বাসির ইরানী নাটক সহ বিশিষ্টভাবে প্রদর্শিত হবে।
Discussion about this post