চট্টগ্রাম, ২০ মে, ২০২২:
নরসিংদী রেলস্টেশনে এক তরুণী তার দুই পুরুষ সঙ্গী সহ রেল স্টেশনে ঘোরাঘুরির সময় একজন মহিলা সহ কয়েকজন পুরুষ মিলে তার উপর আক্রমণ করেছে। আক্রমণের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। তরুণী ও তার বন্ধুদের উপর আক্রমণের খবর সংবাদ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী নরসিংদী রেল স্টেশনের ম্যানেজার নাইয়ুম মিয়া বলেন, বাইরে গোলমালের আওয়াজ শোনার পর পরই এক তরুণী আমাকে বাঁচান বাঁচান বলে আমার রুমে ঢুকে পড়ে। সাথে দুই তরুণও সঙ্গে আসে। আমি তাদের ভিতরে বসার ব্যবস্থা করে দেয়ার পর ঘটনাা সম্পর্কে জানতে চাইলে তারা তাদের উপর মারধর করার কথা জানান। নরসিংদী রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইমায়দুল জাহেদি আক্রমণের শিকার তরুণী ও সঙ্গের দুই তরুণের বরাত দিয়ে জানান, ‘ আমরা প্লাটফরমে অপেক্ষার সময় এক নারী এ রকম পোশাক কেন পরেছি সেই প্রশ্ন জিজ্ঞেস করেন। তখন তারা জবাব দেন আপনি কেমন পোশাক পরেছেন আমরা তো জানতে চাইনি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চশমা ও শার্ট পরিহিত আর এক ব্যক্তি একই প্রশ্ন করেন। এরমধ্যে আরও কয়েকজন এসে তরুণীর উপর আক্রমণ শুরু করেন এবং মারতে থাকেন। এর মধ্যে তরুণীটি স্টেশন মাস্টারের শরণাপন্ন হয়।
তবে রেল স্টেশনে জিন্স ও টপস পরিহিত তরুণী ও তার সঙ্গে থাকা দুই তরুণ এই ঘটনায় থানা ও পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন।
Discussion about this post