চট্টগ্রাম, ২৪ মে, ২০২২:
নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তে জঙ্গি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে খবরে জানা গেছে। ক্যামেরুন সীমান্তের নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের রান শহরের কাছে গত রবিবার এই হামলার ঘটনা ঘটে। ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামকে এই হামলার জন্য দায়ী করছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীর বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, কৃষি জমিতে কাজ করার সময় বোকো হারামের সদস্যরা মোটর সাইকেলে এসে কৃষকদের ঘিরে ফেলে। তারপর বন্দুক ও চাপাতি দিয়ে একে একে সকলকে হত্যা করে। তবে এ ব্যাপারে রয়টার্স নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ওনেইমা নুচুকউর কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
নাইজেরিয়ার বোর্নো রাজ্যটি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের ঘাঁটি হয়ে উঠেছে।
Discussion about this post