চট্টগ্রাম, ২১ জুন, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় স্থানীয় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে ২০-২৪ জুন ৫ দিনব্যাপী স্কুল ছাত্রদের জন্য চুকবল প্রশিক্ষণ আজ মঙ্গলবার কর্মসূচি শুরু হয়েছে।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা চুকবল কমিটির সভাপতি এইচ.এম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- প্রশিক্ষণ কর্মসূচির স্পন্সর প্রতিষ্ঠান রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদুল করিম সিকদার বাপ্পি। আরও উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য এ.কে.এম. আবদুল হান্নান আকবর, সাবেক নির্বাহী সদস্য আছলাম মোরশেদ, সিজেকেএস কাউন্সিলর সৈয়দ নূর নবী লিটন, সিজেকেএস চুকবল কমিটির সদস্য জাহিদুল আমিন তারেক, জাবেদা বেগম মিটুল, টুটন ভৌমিক, সোহেল আহমেদ, সানি দত্ত প্রমুখ।
পাঁচদিনব্যাপী অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। প্রশিক্ষণ কর্মসূচির কো-অর্ডিনেটরের দায়িত্বে পালন করছেন সিজেকেএস চুকবল কমিটির যুগ্ম সম্পাদক মোঃ হায়দার আলী, প্রশিক্ষণ কর্মর্সূচি পরিচালনা করবেন আজিজুল হাকিম মুন্না, ইমতিয়াজ আহমেদ হৃদয়, মোঃ আলমগীর, আরাফাত হোসেন। বিজ্ঞপ্তি
Discussion about this post