বন্যা দুর্গত এলাকাগুলোতে এই পর্যন্ত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে পানিতে ডুবে মারা গেছে ৪৫ জন। বজ্রপাতে মারা গেছে ১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুয়ায়ী এই তথ্য জানা গেছে। তাদের তথ্যে ১৭ জুন থেকে আজ বৃহস্পতিবার অর্থাৎ ২৩ জুন পর্যন্ত ৭০ জন মারা যাওয়ার খবর জানায়।
তাদের ২১ জুনের তথ্যমতে, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যায় ৩৬ জন মারা যায়। ২২ জুন ৪২ জনের মৃত্যুর তথ্য দেয়।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। ৪৮ জন। এরপর ময়মনসিংহ বিভাগে মারা গেছে ১৮ জন। এর মধ্যে সিলেটের সুনামগঞ্জে ২৬ জন মারা গেছে। সিলেটে ১৬ জন। হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলায় মারা গেছে ৩ জন।
ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনায় ৫ জন করে ও শেরপুরে ৩ জন মারা গেছে।
এছাড়া কুড়িগ্রামে ৩ জন ও লালমনিরহাটে ১ জন মারা গেছে। সূত্র: সংবাদ মাধ্যম
Discussion about this post