চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২২:
এক ম্যাচ হাতে রেখে ওয়ান ডে ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল বুধবারের ম্যাচে ৯ উইকেটে রেকর্ড জয় তুলে নেয় টাইগাররা।
বাংলাদেশের এই জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।
গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে গতকাল টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায়। এতেই বাংলাদেশের জয়যাত্রা শুরু হয়। দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ সাত উইকেট নিয়ে ধসিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ।
ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ১০ পার করে। রান তুলে ২৭। এরপর প্রথম আঘাত হানেন মোসাদ্দেক হোসেন। তিনি ১৭ রানে কাইল মেয়ার্সকে আউট করেন। তারপর শুরু হয় নাসুম আহমদের তাণ্ডব। ৫ রানে সামারাহ ব্রুক ও ১৮ রানে শেই হোপ ও শূন্য রানে নিকোলাস পুরানকে সাজঘরে পাঠান। মেহেদি মিরাজ ওয়েস্ট ইন্ডিজের চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান। পেসার শরিফুল তুলে নেন এক উইকেট। রান আউট হন আকিল হোসাইন।
শুধুমাত্র ৩৫ ওভার খেলার সুযোগ পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এতে তারা ১০৮ রান তোলে।
জবাবে অধিনায়ক তামিম ইকবাল নাজমুল শান্তকে নিয়ে মাঠে নামেন। শান্ত তামিমের সাথে ৪৮ রানের জুটি গড়ার পর ২০ রানে আউট হন। এরপর ক্রিজে আসেন লিটন দাস। অধিনায়ক আর লিটন মিলে খেলা শেষ করেন। জয় তুলে নেন ৯ উইকেটে। যেখানে তামিম ইকবাল ৬২ বলে ফিফটি ও লিটন ২৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ এ পর্যন্ত পঞ্চমবার ৯ উইকেটে জিতল।