চট্টগ্রাম, ১ আগস্ট, ২০২২:
গত ১৮ এপ্রিল সকাল ৮ টার দিকে বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র উদয় দেবনাথ পাপন(১৪)। এরপর দীর্ঘ তিন মাস তের দিন পাপনের কোনো খোঁজ ছিল না।
এই ঘটনায় পাপনের পিতা চট্টগ্রাম জেলার রাউজান থানার উরকিরচর এলাকার জনৈক উজ্জ্বল প্রসাদ দেবনাথ তার সন্তান পাপন নিখোঁজের ব্যাপারে রাউজান থানায় একটি জিডি করেন। এ ব্যাপারে র্যাবের কাছে অভিযোগ করে উজ্জ্বল প্রসাদ জানান, পাপন ওরফে রাহুল (১৪) চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র। সে গত ১৮ এপ্রিল সকাল অনুমান আটটায় বাসা থেকে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে না আসায় তার স্কুল এবং তাদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পাওয়ায় পরদিন রাউজান থানায় নিখোঁজ সংক্রান্তে একটি ডাইরি করেন তিনি।
র্যাব পাপনকে উদ্ধার সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অভিযোগের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম নিখোঁজ পাপনকে উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম আজ ১ আগস্ট দুপুর ১টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার বাসস্ট্যান্ড এলাকা হতে নিখোঁজ উদয় দেবনাথ পাপন@ রাহুল (১৪)কে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার পিতা-মাতাকে সংবাদ দিলে তারা সেখানে উপস্থিত হয়ে তাদের ছেলেকে সনাক্ত করে। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদ সে নিজেকে অসুস্থ বলে জানায় এবং এতদিন কোথায় ছিলো কিভাবে ছিলো কিছুই বলতে পারেনি। পরে র্যাব রাহুল ওরফে পাপনকে তার মা-বাবার হেফাজতে হেফাজতে ফিরিয়ে দেন।
কিন্তু র্যাব যে গোয়েন্দা দক্ষতা দিয়ে পাপনকে উদ্ধার করেছে প্রায় সাড়ে তিন মাস পাপন কোথায় ছিল সেই প্রশ্নের কোনো উত্তর না খোঁজার বিষয়টি সাধারণের কাছে বেশ প্রশ্নসাপেক্ষ। সংবাদ সূত্র: র্যাবের প্রেস রিলিজ