চট্টগ্রাম, ২১ আগস্ট, ২০২২:
চট্টগ্রামে অবৈধভাবে টিসিবির পণ্য গুদামজাতকারী অসাধু ব্যবসায়ীকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করেছে র্যাব-৭, চট্টগ্রাম। তার নাম মোঃ আব্দুল আজিজ সুমন(৩৪)। তিনি চট্টগ্রামের হাটহাজারির এনায়েতপুরের মৃত মো. সুলতান আহম্মেদের পুত্র।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় অসাধু ব্যবসায়ী টিসিবির পণ্য (সয়াবিন তেল, ডাল ও চিনি) খোলা বাজারে সাধারণ মানুষের নিকট বিক্রি না করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামীর আতুরের ডিপু সংলগ্ন আমিন টেক্সটাইল মিলস লিমিটেডের ভেতরে ভাড়া করা গোডাউনে মজুদ করে রেখেছে। তথ্যের ভিত্তিতে গত ২০ আগস্ট বিকাল তিনটায় গোডাউনে অভিযান চালায়। অভিযানে গোডাউনের ভিতর থেকে টিসিবি লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়।
আটক আব্দুল আজিজ সুমনের বরাত দিয়ে র্যাব জানায়, তার সহযোগি টিসিবির ডিলার মোঃ বাবুর(৩৫) সহায়তায় দীর্ঘদিন যাবৎ টিসিবি’র পণ্য সংগ্রহ করে কালোবাজারের মাধ্যমে গোডাউনে মজুদ রেখে টিসিবির লোগো সম্বলিত সয়াবিন তেলের বোতল থেকে খালি বোতলে বোতলজাত করে এবং চিনি ও ডাল সাধারণ প্যাকেটে প্যাজেটজাত করে বিক্রি করে আসছে।
র্যাব জানায়, যেখানে টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকায় খোলা বাজারে ভোক্তাদের মাঝে বিক্রির কথা থাকলেও আটককৃত অসাধু ডিলার ও তার ব্যবসায়ী তা না করে তারা নিজেদের ভাড়াকৃত গোডাউনে অবৈধভাবে মজুদ করে পরবর্তীতে কালোবাজারের মাধ্যমে অন্যান্য সাধারণ পণ্যের ন্যায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে টিসিবির পণ্য বিক্রি করে আসছে। আটক মোঃ আব্দুল আজিজ সুমনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায়।
Discussion about this post