চট্টগ্রাম, ২৫ জুলাই, ২০২২:
মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত থেকে অর্থ পাচার মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাজকীয় ক্ষমা পেতে পারেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
৯৭ বছর বয়সী মাহাথির এক বিবৃতিতে বলেছেন, কারাগারে বন্দি নাজিবকে ক্ষমা করার সম্ভাবনা খুব বেশি।”
মাহাথির ২০১৮ সালে ঐতিহাসিক নির্বাচনে নাজিবকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
২০২০ সালে নাজিবকে প্রথম দোষী সাব্যস্ত করা হলেও তিনি উচ্চ আদালতে আপিল করেন। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত তার সেই আপিল প্রত্যাখ্যান করে শাস্তি বহাল রাখে। এবং অবৈধভাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার প্রাপ্তির জন্য তার ১২ বছরের জেল ঘোষণা করেছে। একই সাথে তাকে ৪৬.৮৮ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
অবশ্য একদিন আগে বাদশাহ আল-সুলতান আবদুল্লাহ নাজিবের অনুগতদের কাছ থেকে ক্ষমার আবেদন পেয়েছিল।
তবে সেক্ষেত্রে রাজকীয় ক্ষমার বিষয়টি কিছুই জানা যায়নি।
যদিও নাজিবকে মালয়েশিয়ার কিছু রাজপরিবারের ঘনিষ্ঠ বলে মনে করা হয়, এবং গত মে মাসে, নাজিবের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে তাকে রাজার সাথে ঈদ উদযাপনে যোগ দিতে দেখা যায়।
কিন্তু ২০১৮ সাল পর্যন্ত নয় বছর ক্ষমতায় থাকা নাজিবের ক্ষমার আবেদনে প্রাসাদ কীভাবে সাড়া দেবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
২০২০ সালে অর্থ কেলেঙ্কারি মামলায়(ওয়ানএমডিবি)নাজিবকে প্রথম দোষী সাব্যস্ত করা হলেও তিনি উচ্চ আদালতে আপিল করেন। মঙ্গলবার, দেশের শীর্ষ আদালত তার চূড়ান্ত আপিল প্রত্যাখ্যান করেছে। এবং অবৈধভাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার প্রাপ্তির জন্য তার ১২ বছরের জেল ঘোষণা করেছে। একই সাথে তাকে ৪৬.৮৮ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। খবর রয়টার্সের
Discussion about this post