চট্টগ্রাম, ২৬ আগস্ট, ২০২২:
টিকিট নিয়ে ট্রেনে উঠার সময় অনৈতিকভাবে অতিরিক্ত টাকা দাবি করার প্রতিবাদ করায় চট্টগ্রাম রেল স্টেশনে আরএনবি কর্তৃক সেনাসদস্য লাঞ্ছিত করা ঘটনায় ৩ জন আরএনবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। গ্রেপ্তারকৃতরা হলেন, গ্রেপ্তারকৃতরা হলেন, আরএনবি’র সিপাহী মাইন হাসান রাকিব, রিটন চাকমা ও হাবিলদার রবিউল ইসলাম। ইয়াছিন নামে অভিযুক্ত আরও এক আরএনবি সদস্য পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে ঘুষ দাবি, মারধর, হত্যাচেষ্টা এবং মানহানির অভিযোগে পৃথক পাঁচটি মামলা করার কথা জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার মাইন হাসান রাকিবকে ঢাকা থেকে অন্য ২ জনকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাদেরকে ইতিমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এক সেনা সদস্য গত ৮ আগস্ট চট্টগ্রাম হতে মেইল ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রাত ১০টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনে উপস্থিত হন। ট্রেনের টিকেট কেটে প্লাটফর্মে থাকা ঢাকা মেইল ট্রেনের তার নির্দিষ্ট বগিতে উঠতে যাবেন তখন রেলওয়ের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকা কয়েকজন আরএনবির সদস্য তাকে ট্রেনের সামনের ৩ টি বগির যেকোন একটিতে যেতে বলে এবং বলে- এই বগিতে উঠতে হলে তাদেরকে ৩০০ টাকা দিতে হবে এবং ৩০০ টাকা না দিলে এখানে বসা যাবে না বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এই কথা কাটাকাটির এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যকে আরএনবির সদস্যরা অন্যায় ও অযাচিতভাবে গালাগালি, মারধর, রাইফেল দিয়ে ধাক্কাসহ বাহিনীকে নিয়েও ব্যাপক গালমন্দ করেন। তাদের বিরুদ্ধে ঘুষ দাবি, মারধর, হত্যাচেষ্টা এবং মানহানির অভিযোগে পৃথক পাঁচটি মামলা করার কথা জানানো হয়েছে।
গত ২৪ আগস্ট ঘটনাটির ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি করে। এই প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম গত ২৫ আগস্ট বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ২ জন আরএনবির সদস্যকে গ্রেপ্তার করে। অপর একজনকে ঢাকা থেকে গেস্খপ্তার করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাসদস্যকে অন্যায় ও অযাচিতভাবে গালাগালি, মারধর, রাইফেল দিয়ে ধাক্কাসহ বাহিনীকে নিয়ে গালমন্দ করার কথা স¦ীকার করে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি
Discussion about this post