চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০২২:
কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে সাতকানিয়ায় সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগে উপজেলার এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক ও তার ভাইয়ের মালিকানাধীন ২টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল থেকে বিকাল পর্যন্ত এওচিয়া ইউনিয়নের চুড়ামনি এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, বিগত বেশ কয়েক বছর ধরে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা চুড়ামনি এলাকায় পাহাড়ের কোল ঘেঁষে, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের কোন ধরনের অনুমতি ছাড়াই ছনখোলা চুড়ামনি এলাকার হাজী আলতাফ হোসেনের ছেলে এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের মালিকানাধীন কে.বি.এম এবং তার আপন ভাই হারুনুর রশিদের মালিকানাধীন এইচ.বি.এম ইট ভাটার কার্যক্রম অবৈধভাবে পরিচালনা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর, সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাসের নেতৃত্বে স্কেভেটর দিয়ে ইটভাটা ২টি গুঁড়িয়ে দেয়া হয়।
এ সময় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজিব হোসেন, সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্নায়েনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের টিম, সাতকানিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সুব্রত কুমার দাশের নেতৃত্বে পুলিশ টিম ও চট্টগ্রাম ফয়েজ লেকস্থ আনসার ব্যাটালিয়নের হাবিলদার আবদুর রশিদের নেতৃত্বে ২০ সদস্যের একটি আনসার বাহিনী পরিচালিত অভিযানে সহায়তা করেছিল।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক ও তার ভাই ইটভাটা নির্মাণ আইনের সবধরনের নিয়ম অমান্য করে ইটভাটা কার্যক্রম পরিচালনা করায় অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে।
Discussion about this post