চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২২:
ধানক্ষেতে কাজ করার সময় সিরাজগঞ্জে বজ্রপাতে এক পরিবারের ৫ সদস্য সহ ৯ জন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন শ্রমিক। আজ বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের উল্লা পাড়ার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকেরা হলেন, উপজেলার মাটিকোড়া গ্রামের শমসের আলী (৬২), তার ছেলে শাহীন (২০), মেয়ের জামাই মোকাম হোসেন (৪০), নাতি মোন্নাফ হোসেন (১৭) শমসের আলীর ভাই আফসার আলী (৬০)। তারা সকলে একই পরিবার ও পরস্পরের আত্মীয়। অন্যরা হলেন মাটিকোড়া গ্রামের শাহ আলম (৪০), আব্দুল কুদ্দুস (৬০), রতœা খাতুন (১৩), আউলিয়া (৭), শিপপুর গ্রামের শমসের আলী (৬৫), শিবপুর গ্রামের মোবাক্ষুর আলী (৫০)।
আহতদের নাম জানা না গেলেও তাদের উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন।
হতাহতদের পরিবারের সকলে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মাটিকোড়ার দক্ষিণপাড়ার পাশে ধানের জমিতে চারা রোপণ করছিলেন তারা সকলেই। বৃষ্টি এলে তারা জমি থেকে উঠে এসে পাশের একটি শ্যালো ঘরে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। চার জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
বজ্রপাতে একই এলাকার ৯ জন কৃষি শ্রমিকের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
নিহত শমসের আলীর পরিবারের কর্মক্ষম সবাইকে হারিয়ে তার স্ত্রী শান্তি খাতুন সহ পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে।
Discussion about this post