চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর, ২০২২:
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে মহালয়ার তীর্থযাত্রায় করতোয়া নদীতে নৌকাডুবিতে ১২ শিশু সহ ২৪ জন নিহত হয়েছেন। আরও ৬৩ জন নিখোঁজ আছেন বলে নৌকাডুবিতে বেঁচে যাওয়া যাত্রীরা তথ্য দিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকাজে জড়িতরা জানিয়েছেন। রোবার দুপুওে আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন- পলি রানি (১৪), লক্ষ্মী রানি (২৫), শোভা রানি (২৭), প্রিয়ান্তা রানি (৫), খুকি রানি (৩৫), প্রলিমা রানি (৫৫), তারা রানি (২৪), শোনেকা রানি (৬০), ফাল্গুনি রানি (৫৫), প্রমিলা রানি (৭০), ধনবালা (৪৭), সুমিত্রা রানি (৫৭), সফলতা রানি (৪০), শিমলা রানি (৩৫), উশোষী রানি (২), তনুশ্রী রানি (২), শ্রেয়শী রানি (২), শ্যামলি রানি (৩৫), রূপালী রানি (৩৫), দীপঙ্কর (৫), অমল চন্দ্র (৩৫), নৌকার মাঝি হাসান আলী (৫২), বিমল চন্দ্র (৪৫) ও জোতিষ চন্দ্র (৫৫)।
উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের অভিযান পরিচালনা করছিল।
অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। ৫০-৬০ জন ধারণ ক্ষমতার শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটিতে ১৫০-২০০ জন যাত্রী নিয়ে আউলিয়া ঘাট থেকে বড়শশী ইউনিয়নের বরদেশ্বরী মন্দিরে (নদীর অপরপাড়ে) যাচ্ছিলেন যাত্রীরা। নৌকার বেশিরভাগ যাত্রী ছিলেন সনাতন ধর্মাবলম্বী। বেঁচে ফেরা যাত্রীরা বলেন, তিন গুণের বেশি যাত্রী নিয়ে যাত্রার কিছুদূর যাওয়ার পরই দুই দিকে দুলতে থাকে নৌকাটি। নৌকায় পানি উঠতে থাকে। যাতীরা অনেকেই হুড়াহুড়ি শুরু করে। এ সময় মাঝি নৌকাটি তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু এরমধ্যেই নৌকাটি ডুবে যায়।
এই নৌকাডুবি থেকে বেঁচে আসা যাত্রী সুবাস চন্দ্র রায় সংবাদ মাধ্যমকে বলেন, আমরা নৌকায় উঠার পরপরই নৌকায় পানি ঢুকতে শুরু করে। এরমধ্যে পানি ঢুকতে শুরু করলে হুড়াহুড়িতে নৌকা ডুবে যায়। আমরা কয়েকজন সাঁতার জানতাম। তাই বেঁচে ফিরেছি।
ঘটনার তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর রায়কে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি। এখনো উদ্ধারকাজ চলছে। নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে তাৎক্ষণিক প্রদান করা হচ্ছে। এ ঘটনায় একটি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরও মরদেহ উদ্ধার হতে পারে।
শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনের উৎসবে প্রতি বছরের মতো যাচ্ছিলেন শত শত পুণ্যার্থী। কিন্তু সেই আনন্দ যাত্রা করতোয়ার পাড়ে শোকের মাতম সৃষ্টি করেছে। ২৪ জনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নৌকাডুবির খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থল উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় শত শত মানুষ ভিড় করেন। এদের মধ্যে হতাহতদের অনেক স্বজন আছেন। নদীর পাড়ে চলছে স্বজনদের আহাজারি। তাদের কান্নায় হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয় নদীর পাড়ে।ছবি : সংগৃহীত
Discussion about this post