চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর, ২০২২:
মহালয়া উপলক্ষে বরদেশ্বরী মন্দিরে যাওয়ার সময় করতোয়ায় ডুবে যাওয়ার নৌকার যাত্রীদেরমৃতের সংখ্যা বেড়ে অর্ধশতাধিক হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৩ জন নারী এবং ১৩ জন শিশু এ পর্যন্ত মোট ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৩৫ জন নিখোঁজ আছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও নয়জন ডুবুরি কাজ করছেন। ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে মহালয়ার তীর্থযাত্রায় করতোয়া নদীতে নৌকাডুবিতে ১২ শিশু সহ ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। ৫০-৬০ জন ধারণ ক্ষমতার শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটিতে ১৫০-২০০ জন যাত্রী নিয়ে আউলিয়া ঘাট থেকে বড়শশী ইউনিয়নের বরদেশ্বরী মন্দিরে (নদীর অপরপাড়ে) যাচ্ছিলেন যাত্রীরা। নৌকার বেশিরভাগ যাত্রী ছিলেন সনাতন ধর্মাবলম্বী।
ঘটনার তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সেদিন রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর রায়কে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছিলেন, কমিটিকে পরবর্তি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়। ছবি: সংগৃহীত
Discussion about this post