নগরীতে বিল্ড এক্সপো উদ্বোধন, বিল্ডিং নির্মাণ থেকে সাজগোছের সকল পরামর্শ
‘পরিকল্পনা থেকে পরিপূর্ণতা’ এই প্রতিপাদ্যের আলোকে চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে বিল্ড এক্সপো -২০২২। গতকাল বৃহস্পতিবার নগরের জিইসি কনভেনশন সেন্টারে এই এক্সপো উদ্বোধন করা হয়। আগামী ২০ নভেম্বর রাত ১০ টা পর্যন্ত এক্সপো চলবে।
পিটুপি বিল্ড এক্সপো ২০২২” হল একটি মেগা ডিজাইন, বিল্ড, ম্যাটেরিয়ালস এবং ফার্নিচার এক্সপো যা পিটুপি- প্ল্যান টু পারফেকশন দ্বারা আয়োজিত। এটি দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চারদিন ব্যাপী পিটুপি বিল্ড এক্সপোতে থাকবে বিল্ডিং কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডিজাইন, বিল্ডিং ম্যাটেরিয়াল এবং ফার্নিচারের প্রদর্শনী ও এক্সক্লুসিভ অফার। বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ নির্মাণ, পুরাতন বিল্ডিং সংস্কার কিংবা পুনঃনির্মাণ এবং নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের কলসালটেন্সি সুবিধা। পরামর্শ দিচ্ছেন দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীরা। বিল্ডিংয়ের আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে দক্ষ আর্কিটেক্টরা পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে লো আয়োজকদের পক্ষ থেকে। ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে একটি বিল্ডিং, ফ্ল্যাট বা কমার্শিয়াল স্পেস নির্মিত হবার পর সেই বিল্ডিং সাজিয়ে তোলার যাবতীয় আয়োজনও। আবাসনে হোম ডেকর, ফার্নিচার, ম্যাটেরিয়ালসের প্রদর্শনী, স্যানিটারি আইটেম, লাইটিং , রড, সিমেন্ট, টাইলস সব ধরনের সাজগোছের পরামর্শ, বিল্ডিং নির্মাণ ও ব্যবহার্য ভৌত কাঠামো স্থাপনের পরামর্শ।
এক্সপো উদ্বোধনীতে এসব তথ্য জানান আয়োজকরা। এক্সপো উদ্বোধন করেন
সেখানে পিটুপি’র সহযোগী আবাসন কোম্পানি উইকন প্রপার্টিজ অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণের পূর্ণাঙ্গ আয়োজন নিয়ে এসেছে। এছাড়া কো স্পন্সর প্রতিষ্ঠান রয়েছে ক্যাসারিকা ফার্নিশিং, সুজান, ওপেল ইটালি, আর এম মেটাল, ইনোভেটিভ ডেকর এবং বারকোড রেস্টুরেন্ট গ্রুপ। এক্সপোতে ১২টি অত্যাধুনিক বিলাসবহুল প্রজেক্ট প্রদর্শন করেছে।
এক্সপো সবার জন্য উন্মুক্ত। এক্সক্লুসিভ অফার হিসেবে টার্নকি কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সিতে ৫০ শতাংশ ছাড় দেয়া হবে। এছাড়া পণ্য ক্রয়ে থাকবে ডিসকাউন্ট সুবিধা ও নানা ধরনের সাশ্রয়ী অফার। যেমন – ফ্ল্যাট কিনলেই একটি ব্র্যান্ড নিউ গাড়ি ফ্রি, ফার্নিচার ও লাইফস্টাইল প্রোডাক্টে ৪০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। র্যাফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কারও দেওয়া হবে।
এক্সপো উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, পিটুপি’র ফাউন্ডার ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সঙ্গীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া এবং অভিনেত্রী অপর্ণা ঘোষ, পিটুপি ফ্যামিলির চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার, সিইও মোহাম্মদ ফাহিম, রতন মন্ডল প্রমুখ। ছবি: অনলাইন থেকে সংগ্রহ
Discussion about this post