চট্টগ্রাম, ২১ নভেম্বর, ২০২২:
২০২২ ফুটবল বিশ্বের মহারণ শুরু হলো আজ কাতার ও ইকুয়েডর এর উদ্বোধনী ম্যাচ দিয়ে।বিশ্বকাপ অভিষেক সুখকর হল না কাতারের। আল বায়েত স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইকুয়েডর কাতারকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচ শুরুর প্রথম তিন মিনিটের মধ্যেই ইকুয়েডরের অধিনায়ক ভ্যালেন্সিয়ার হেডারে স্কোর হয় ১-০। কিন্তু ভিএআর-এ ধরা পড়ে অফসাইড। ম্যাচ অফিসিয়ালরা বাতিল করে গোলটি। পরবর্তীতে ভ্যালেন্সিয়া সাদ আল শিবের দ্বারা ফাউল করার পর পেনাল্টি স্পট থেকে ১৬ মিনিটের মাথায় স্কোর করে ইকুয়েডর। আবারো ৩১ মিনিটে অ্যাঞ্জেল প্রিসিয়াডোর ক্রস থেকে দুর্দান্ত হেডারে দলের লিড বাড়িয়ে দেন ইকুয়েডর অধিনায়ক ভ্যালেন্সিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে কাতার কিছুটা আক্রমনাত্মক হলেও ইকুয়েডরের জালে বল জড়াতে পারে নি কাতার। তবে দুর্দান্ত একট শট নিয়েছিল কাতার ইকুয়েডরের গোলপোস্ট লক্ষ করে, কিন্তু অল্পের জন্য বল গোলবারের উপর দিয়ে চলে যায়। এই জয়ে গ্রুপ এ তে গুরুত্বপূর্ণ ৩ টি পয়েন্ট সংগ্রহ হলো ইকুয়েডরের। স্বাগতিক কাতারের জন্য হতাশার হলেও ইকুয়েডর শিবিরে উচ্ছ্বাস। এখনো বিশ্বকাপে ৬৩ টি ম্যাচ বাকি। আরো রোমাঞ্চকর ঘটনার সাক্ষি হতে যাচ্ছে গোটা বিশ্ব।
Discussion about this post