চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২২:
বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণে কাতার যাত্রা করে লিওনেল মেসিরআর্জেন্টিনা দল। কিন্তু আজ প্রথম ম্যাচেই শুধু নিজের দেশ নয় পৃথিবীর কোটি কোটি মেসি ভক্ত আর অর্জেন্টিনার সমর্থকরা হতাশ। যেখানে সৌদি আরবকে ৫/৬ গোলে ভাসিয়ে দেয়ার আশায় ছিল সমর্থকরা সেখানে উল্টো ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। কাতারের
লুসাইল স্টেডিয়ামে মেসির সর্বশেষ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হতাশ তার ভক্তরাও ।
ম্যাচের শুরুর ১০ মিনিটেই মেসির পেনাল্টি গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। এরপরে লিওনেল স্কালোনির দল আরো তিনবার বল জালে ফেলে, দুবার মার্টিনেজ এবং একবার মেসি, কিন্তু অফসাইডের জন্য তাদের সব গোলই বাতিল করা হয়। অন্যদিকে সৌদি আরব প্রথমার্ধে একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনার গোলবারে। কিন্তু দ্বিতীয়ার্ধে বদরেল যায় সৌদি আরব। শুরুতেই আর্জেন্টিনার জাল ১ গোল করে সমতায় ফিরে সৌদি আরব। ৪৮ মিনিটের মাথায় প্রথম প্রচেষ্টায় গোল করে সালেহ-আলসেহরি। কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল আসে লিওনেল স্কালোনির দলের বিপক্ষে। এ বার ৫৩ মিনিটের মাথায় সালেম আল-দাওয়াসারির গোল। স্কোর গিয়ে দাঁড়ায় ২-১। বার বার চেষ্টা করেও সমতায় ফিরতে পারে নি লিওনেল স্কালোনির দল। সারা বিশ্ব ছিল লিও মেসির জাদু দেখার অপেক্ষায়। কিন্তু ফেভারিট আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বকাপের প্রথম জয় কুড়িয়ে নেয় সৌদি আরব। কোটি ভক্তের মনে দাগ কাটিয়ে বিমর্ষ চেহারা নিয়ে মাঠ ত্যাগ করে আর্জেন্টিনা। ছবি: সংগ্রহ
Discussion about this post