চট্টগ্রাম,১৯ ফেব্রুয়ারি, ২০২৩:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কি রাজনীতির মাঠে আসছেন- আইনমন্ত্রী আনিসুল হকের একটি বক্তব্যে এই প্রশ্ন সামনে এসেছে। তিনি বলেছেন, খালেদা জিয়া সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবেন না, তবে তার মুক্তির আদেশে এমন কোনো শর্ত ছিল না যে, তিনি(খালেদা জিয়া) রাজনীতি করতে পারবেন না। ১৯ ফেব্রুয়ারি, রোববার রাজধানীর জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট (জেএটিআই) আয়োজিত নবনিযুক্ত সহকারী জজদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই। কিন্তু তিনি ২টি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে থাকার কারণে সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবেন না। খালেদা জিয়ার মুক্তির আদেশে এমন কোনো শর্ত ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) মুক্তির আদেশে এমন কোনো শর্ত ছিল না যে, তিনি (খালেদা জিয়া) রাজনীতি করতে পারবেন না।সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো নৈতিক স্খলনের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ২ বছর বা ২ বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তিনি সাজা ভোগের পর ৫ বছরের মধ্যে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় মামলায় ৭ বছরের এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর কারাদণ্ড দণ্ডিত হয়েছেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১ ধারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাজা স্থগিত করেছেন। তিনি (খালেদা জিয়া) একজন স্বাধীন ব্যক্তি, তাই তার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে কোনো বাধা নেই।’
আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনীতির মাঠে নামার কোনো ইঙ্গিত কিনা তা সময় আসলেই বলা যাবে বলে – রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। খবর সূত্র: দৈনিক ইত্তেফাক, অনলাইন সংস্করণ।
Discussion about this post