চট্টগ্রাম, ১ মার্চ, ২০২৩:
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ বুধবার বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। টাইগারদের মধ্যে শান্ত বাদে আর কেউই পেলো না হাফ সেঞ্চুরির দেখাও। তিনি ৮২ বলে ৫৮ রান করেন। ব্যাটারদের ভরাডুবিতে ৪৭.২ ওভারেই ২০৯ রান করে ইংলিশ বোলারদের দুর্দান্ত বোলিং আক্রমণে অল আউট হয়ে যায় টাইগার একাদশ। টাইগারদের দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ের মাধ্যমে আবারো আশা জাগালো টাইগাররা। একের পর এক সব ভালো ব্যাটসম্যানদের আউট করলেও ব্যর্থ হলেন ডেবিড মালানকে আউট করতে। শেষ পর্যন্ত তিনিই সেঞ্চুরি করে মান রাখলেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের। ১৪৫ বলে ১১৪ রান করেন তিনি এবং ৩ উইকেটে হারালেন বাংলাদেশকে। টাইগারদের মধ্যে তাইজুল সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। তিনি ৫৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। অন্য দিকে সাকিব নিয়েছেন ১ উইকেট। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২ উইকেট,তাসকিন নিয়েছেন ১ উইকেট। ইংলিশদের মধ্যে রাশিদ,মঈন,আর্চার,উড তারা চারজনেই ২টি করে এবং উক্স ও জ্যাক্স ২ জন ১ টি করে উইকেট পান। ৩ ম্যাচ সিরিজে সিরিজ জিতার আশা বাচিঁয়ে রাখতে ২য় ম্যাচ জিতা ছাড়া আর কোনো উপায় নেই টাইগারদের।
Discussion about this post