চট্টগ্রাম, ৬ মার্চ, ২০২৩:
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ থেকে বাঁচার জন্য আজ মাঠে নেমে বাংলাদেশ ইজ্জত রক্ষা করেছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। বাংলাদেশের টস জিতে ব্যাট করতে নামে। দূর্ভাগ্যবশত টাইগার ওপেনাররা আবারো ব্যর্থ হয়। খুব কম সময়ে তাদের ফেরত যেতে হয় প্যাভলিয়নের দিকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। মুশফিকুর রহিম ৯৩ বলে ৭০ রান করেন। শান্ত ৭১ বলে ৫৩ রান করেন। সাকিব ৭১ বলে ৭৫ রান করেন। বাকি টাইগারদের টুকটাক রান সহ মিলিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে মোট ২৪৬ সংগ্রহ করতে সক্ষম হয়। ইংলিশ বোলারদের তাণ্ডবটাও সম্পূর্ণ ইনিংসজুড়ে কম ছিলো না। দুর্দান্ত বোলিং করে ৪৮.৫ ওভারেই টাইগারদের প্যাভলিয়নে ফেরায় তারা। জোফরা আর্চার ৮.৫ রান করে ৩৫ রান দিয়ে ৩ উইকেট, আদিল রশীদ ৫ ওভার করে ২১ রান দিয়ে ২ উইকেট, সেম করণ ৮ ওভার করে ৫১ রান দিয়ে ২ উইকেট, ক্রিস উক্স ৮ ওভার করে ২৭ রান করে ১ উইকেট ও রেহান আহমেদ ১০ ওভার করে ৬২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। অন্যদিকে ইংলিশরা ২৪৭ রানের টার্গেট তারা করতে নেমে পাওয়ার প্লের প্রথমাংশ ভালো করলেও পরবর্তীতে সাকিব ঘূর্ণি ও এবাদতের ‘তুফানে’ বোলিংয়ে ধরাশায়ী হয়ে পড়ে তাদের ফাস্ট অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা। বাকি ইংলিশ খেলোয়াড়রা খেলা ৪৪ ওভার পর্যন্ত টেনে নিয়ে গেলেও ৫০ রানে জিতে যায় বাংলাদেশ। টাইগারদের মধ্যে সাকিব আল হাসান সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি আজকের ম্যান অব দ্যা ম্যাচও হন। তিনি ১০ ওভার করে ৩৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। সাথে ছিল ৭৫ রান।
অন্যদিকে তাইজুল ইসলাম ১০ ওভার করে ৫২ রান দিয়ে ২ উইকেট, ইবাদত হোসেন ৯ ওভার করে ৩৮ রান ২ উইকেট, মেহেদী হাসান মিরাজ ৯ ওভার করে ৪৬ রান দিয়ে ১ উইকেট ও মোস্তাফিজুর রহমান ৬.১ ওভার করে ২৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। টাইগারদের দারুণ বোলিংয়ে ৬.৫ ওভার হাতে রেখেই ৫০ রানে জিতে যায় বাংলাদেশ। ৩য় ওয়ানডে ম্যাচ বাংলাদেশ জিতলেও ২-১ এ ওয়ানডে সিরিজ জিতেছে ইংলিশরা।
বাংলাদেশ রক্ষা পেয়েছে হোয়াইটওয়াশ থেকে। তবে সামনেই টি টোয়েন্টি ইংলিশদের সাথে।
সেই ৯ মার্চের দিকে তাকিয়ে থাকা। সেদিন থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টির শক্তি পরীক্ষা। তাও ইংল্যান্ডের সাথে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৯ তারিখ দুপুর ৩ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ১২ মার্চ দুপুর ৩ টায় মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ১৪ মার্চ দুপুর ৩ টায় মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে সাকিবের দলে আছে বেশ কিছু নতুন মুখ। সাথে আছে নতুন কিছু আশা। হাথুরু সিংহের নেতৃত্বে ২য় সিরিজে সাফল্য কি মিলবে বাংলাদেশের, প্রশ্ন থেকেই যায়।
Discussion about this post