চট্টগ্রাম, ২১ মার্চ, ২০২৩:
গত ২ দিন ধরে মেঘলা আকাশ। মাঝেমধ্যে সূর্য উঁকি দিলেও রোদের দেখা মিলছে না। বসন্তের এই সময়ে আবহাওয়ার এমন আচরণ মানুষের কাছে অনেকটা অচেনা। আচমকা টুপটাপ বৃষ্টিতে পথচলতি মানুষের স্বাভাবিক জীবনে ব্যত্যয় নিয়ে এসেছে। কবে দেখা মিলবে সূর্যের।
আজ ২১ মার্চ সকাল থেকেই অনেকটা বিরূপ চারপাশ। থেমে টুপটাপ বৃষ্টি পড়ছে। মে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রামে দুপুর ১২ পর্যন্ত ৯.৪ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মেঘাচ্ছন্ন আকাশে তাকিয়ে সূর্যের হদিস মিলছেই না।
পতেঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুনুর রশিদ বলেছেন, মার্চ মাসে ৬/৭ দিন এ রকম বৃষ্টিপাত হতে পারে। এজন্য কোনো সতর্কতা সংকেত নেই। সাগরের সবকিছু স্বাভাবিক আছে। লঘুচাপের কোনো সতর্কবার্তাও নেই।
আবহাওয়া অফিস বলেছে – মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রামের তাপমাত্রা সব্বোর্চ ২৯ ডিগ্রি সে. থেকে সর্ব নিম্ন ১৯ ডিগ্রি সেল. এর মধ্যে বিরাজ করছে। বাতাসের গতিবেগ হবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১৮ কিমি, দমকা হাওয়া প্রবাহিত হবে ঘণ্টায় ২১ কিমি. বেগে। ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় (২৬ থেকে ৫০ শতাংশ এলাকা) এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় (১ থেকে ২৫ শতাংশ এলাকা) অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত আবহাওয়া বুলেটিনে আরও জানানো হয়, গত দু-দিন ধরে দেশের বিভিন্ন স্থানে যে ঝড়-বৃষ্টি হচ্ছিল, এর প্রবণতা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি আরও কমে যেতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।