চট্টগ্রাম, ৩ জুলাই, ২০২৩:
বাংলাদেশে এলেন ফুটবলের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্তিনেস। সোমবার, ৩ জুলাই ভোরে ঢাকায় আসেন তিনি। বিকালে যাওয়ার সময় সর্বশেষ সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন মার্তিনেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শেষ হয় তার সফর। মার্তিনেস প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনা ফুটবল দলের একটি জার্সি উপহার দেন, আর তাকে প্রধানমন্ত্রী একটি নৌকা তার হাতে তুলে দেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ফেসবুক পেইজে এই ছবি দিয়ে লেখা হয়েছে ‘মাননীয় প্রধানমন্ত্রীকে নিজের হাতে স্বাক্ষর করা জার্সি উপহার দিলেন আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ।’
অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সংবাদ মাধ্যমকে মার্তিনেসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা উপহার দেওয়ার কথা জানান।
নেক্সট ভেঞ্চার্সের পৃষ্ঠপোষতায় ভোরে বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে আসেন মার্তিনেস। হোটেলে বিশ্রাম করে যান নেক্সট ভেঞ্চার্সের কার্যালয়ে। সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তাকে শুভেচ্ছা জানান।
জুনাইদ আহমেদ পলক তাকে একটি বাজপাখি, পাটের তৈরি একটি নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার দেন।
এই সফর সম্পর্কে মার্তিনেস তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বাজপাখি নাম পেয়ে তিনি রোমাঞ্চিত।’ কারণ তাকে জানানো হয়েছিল- বাংলাদেশের মানুষ তাকে বাজপাখি নামে ডাকে। এজন্য তাকে একটি বাজপাখি উপহার হিসাবে দেওয়া হয়। বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আতিথেতায় মুগ্ধ হয়ে তিনি আরো লিখেছেন ‘পরের সাক্ষাতের আগ পর্যন্ত বিদায় নিচ্ছি, আমার হৃদয়ের একটি অংশ এখানে রেখে গেলাম।’ মূলত তার মূল সফর কলকাতায়। সেখানে তিনি আড়াইদিন কাটাবেন।
কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগেই মার্তিনেসের কলকাতা সফর।
১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে যদিও তিনি বাংলাদেশের কোটি কোটি মেসি ও আর্জেন্টিনা ফুটবল ভক্তদের উন্মাদনা দেখতে পাননি।
Discussion about this post