চট্টগ্রাম,১২ জুলাই, ২০২৩:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ বুধবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
তার সফরসঙ্গী হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর।
সকালে সাড়ে ১০ টা নাগাদ উখিয়ার বালুখালীর ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে প্রতিনিধি দলটি।
এসময় তারা জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরিচালনাধীন সেবা ও সহযোগিতা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তারা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এছাড়াও উখিয়ার বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে একটি বৈঠক করার কথা রয়েছে।
এদিকে সূত্র বলছে, প্রতিনিধি দলটির এই সফরে যেহেতু গণতন্ত্র, মানবাধিকার এবং মানবিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে, সেক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পের এই পরিদর্শনেও মানবিক সহায়তার পাশাপাশি আলোচনার বিষয় হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসনও।
চার দিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছান মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
আজ সকাল নয়টায় মার্কিন প্রতিনিধি দলটি বিশেষ বিমানে করে কক্সবাজারে এসে পৌঁছান।
Discussion about this post