চট্টগ্রাম, ১৯ জুলাই, ২০২৩:
চট্টগ্রাম নগরে আজ বিকালে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থি মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনি কার্যালয়ে বিএনপি হামলা করলে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
এতে পুরনো রাজনীতি মাঠে ফিরে এসেছে বলে রাজনীতি বিশ্লেষকদের অভিমত। বিরোধী দল বিএনপি যেমন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিছিল, মিটিং ও সমাবেশ শুরু করেছে তেমনি রাজনীতিতে ফিরেছে সহিংসতাও, হামলা, রাজপথে মিছিল, মিটিং, হাঙ্গামা, আক্রমণ, পাল্টা আক্রমণও। কারণ বিএনপির রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দিচ্ছে। এতে রাজপথে সংঘাত, সংঘর্ষ শুরু হয়েছে।
পাল্টাপাল্টি হামলার বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিএনপির পদযাত্রা শেষে ফিরে যাওয়ার পথে লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে চট্টগ্রাম-১০ আসনের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে লাঠিসোটা ছুড়ে মারা হয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।’
‘ওখান থেকে একদল লোক মিছিল করে বিএনপি কার্যালয়ে আসে। তারা বিএনপি অফিসে থাকা লাঠিসোটা-ব্যানার ছিঁড়ে বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয়।’
তবে প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, বিএনপির কর্মীরা দেওয়ান হাট মোড় থেকে পদযাত্রা কর্মসূচি শেষে মিছিল নিয়ে লালখান বাজার অতিক্রম করার সময় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ গেইটের বিপরীতে বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে অবস্থানকারীদের লক্ষ্য করে লাঠিসোটা দেখিয়ে উস্কানিমূলক শ্লোগান দেয়। এতে বিএনপি কর্মীদের ধাওয়া দেয় আওয়ামী লীগের কর্মীরা। পরে বিএনপির কর্মীরা সংঘবদ্ধ হয়ে ইটপাটকেল ছুড়ে আওয়ামী লীগের নির্বাচনি অফিস লক্ষ্য করে।
এ সময় উভয়পক্ষের ধাওয়া ও পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত ১০ জন।
অন্যদিকে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ের গাড়ি ভাঙ্গচুরের অভিযোগও করে আওয়ামী লীগ।
এ ঘটনার পর সন্ধ্যায় যুব লীগ, ছাত্র লীগ কর্মীরা জড়ো হয়ে কাজীর দেউড়ির নূর আহমদ সড়কের নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে এসে ভাঙচুর চালায়।
বিএনপি-চট্টগ্রাম মহনগরের দপ্তর সম্পাদক ইদ্রিস আলী মহানগর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙ্গচুরের ঘটনাকে আওয়ামী লীগের পরিকল্পিত হামলা বলে দাবি করেন। তিনি ঘটনার জন্য দায়িদের শাস্তির দাবি করেন।
চট্টগ্রাম -১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন বাচ্চু তার নির্বাচনি কার্যালয়ে বিএনপির পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেন। নির্বাচনমুখী পরিবেশকে বিএনপি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে বলে তিনি সংবাদ মাদ্রমকে জানান।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ছবি: সংগ্রহ
Discussion about this post