চট্টগ্রাম,২২ জুলাই, ২০২৩:
নারীদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ফারজানা হক আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন। ভারতের বিরুদ্ধে ওয়ানডে শিরিজের তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচে শনিবার ১৬০ বলে ১০৭ রান করার কৃতিত্ব অর্জন করেন ফারজানা।১৬০ বলে ৭ চারে করেছেন ১০৭ রান করেন। ১০০ রানের জন্য খেলেন তিনি ১৫৬ বল। ২০১৯ সালে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। দুই সংস্করণে সেঞ্চুরি বাংলাদেশের প্রথম নারী ব্যাটসম্যান ফারজানা হক। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি এই রেকর্ড গড়েন। ওপিনিংয়ে নেমে শেষ ওভার পর্যন্ত খেলেন তিনি। যদিও শেষ বলে তিনি আউট হন। ৪৮তম ওভারে শেফালি ভার্মার বলে বাউন্ডারিতে পূরণ করেন স্বপ্নের সেঞ্চুরি। তবে আজকের ম্যাচ জিতলেই সিরিজ জিতবে টাইগ্রেসরা। এতে ফারজানার সেঞ্চুরির উদযাপন আরো সার্থক হয়ে উঠবে। এই ম্যাচে বাংলাদেশ বাংলাদেশের মেয়েরা পঞ্চাশ ওভারে ২২৫ রান করেন। এখন অপেক্ষা সিরিজ জয়ের।