চট্টগ্রাম, ২৩ জুলাই, ২০২৩:
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিুল আউয়াল বলেছেন, অক্টোবরের আগে তারা তফসিল দিচ্ছেন না। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের তারিখ নির্ধারণ করার বিষয়টিও নিশ্চিত করেন সিইসি।
নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ ৩০ জুলাই তিনি এ কথা বলেন। অক্টোবরের আগে তফসিল দেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি আরও বলেন, সাংবাবিধানিকভাবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে ১ নভেম্বর শুরু হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা। আমি এখনও জানি না। এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনাও হয়নি, সিদ্ধান্ত হয়নি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, কবে তফসিল দিতে হবে, এমন কোনো বিষয় নির্বাচনী আইন নেই। আর তফসিলের সঙ্গে ভোটের সম্পর্ক নেই। তফসিল আমি তিন মাস আগেও দিতে পারি, চার মাস আগেও দিতে পারি। নির্বাচনের দিন, নির্বাচনের দিনটা ইমপর্টেন্ট। নির্বাচনের ব্যাপারে আইন আছে কখন নির্বাচন হতে হয়, ৯০ দিনের মধ্যে।