চট্টগ্রাম, ০২ আগস্ট, ২০২৩:
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ বেসরকারি সংগঠন (ক্লিনিক)’ এর পুরস্কার লাভ করেছে। বুধবার রাজধানী ঢাকার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত বিশ^ জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয় মমতাকে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি’র কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ। মমতা ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ হিসেবে এ পর্যন্ত ১৫ বার এই মুকুটের অধিকারী হল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান।
শ্রেষ্ঠ সংগঠন হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্তির অভিমত প্রকাশে মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, ‘মা ও শিশু স্বাস্থ্য সেবায় চট্টগ্রামে মমতা একটি বিশ^স্থ ও আস্থাভাজন সংগঠন। সরকারের নিকট হতে এ পুরস্কার প্রাপ্তি আমাদের তথা চট্টগ্রামবাসীর জন্য গৌরব। মমতা একার নয় বরং সমস্ত চট্টগ্রামবাসী এই পুরস্কারের অংশীদার।’
এই গৌরবোজ্জ্বল মুহূর্তে মমতা তার সকল স্তরের কর্মকর্তা ও কর্মীদের বিশেষত- কনসালটেন্ট, মেডিকেল অফিসার, প্যারামেডিক, নার্স, সুপারভাইজার, স্বাস্থকর্মী ও আউট্রিচ ওয়ার্কারসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছে। বিজ্ঞপ্তি
Discussion about this post