চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর, ২০২৩:
বাংলাদেশ রেলওয়ের একটি মালবাহী ট্রেন শনিবার ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু পার হয়ে সফলভাবে পদ্মা রেলসেতু পারাপারের ট্রায়াল সম্পন্ন করেছে।
ফরিদপুর রেল প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ জানান, সকাল ৭টা ৪০ মিনিটে পণ্যবাহী ট্রেনটি ভাঙ্গা স্টেশন ছেড়ে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে পৌঁছে আবার ভাঙ্গা স্টেশনে ফিরে আসে।
তিনি বলেন, ‘ট্রায়াল রানের সময় পাঁচটি বগি ৩৫০ মেট্রিক টন পাথর বহন করেছে এবং গতিসীমা ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার।
ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি নজরুল ইসলাম বলেন, কম খরচে ট্রেন সার্ভিস ব্যবহার করে মানুষ তাদের পণ্য পরিবহন করতে পারবে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।
আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল সংযোগের উদ্বোধন করবেন।
গতকাল শুক্রবার দুপুর ভাঙ্গা থেকে পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত পর্যন্ত গতি পরীক্ষা করেছে স্পেশাল ট্রায়াল ট্রেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা ও সকাল ১০টা ১০ মিনিটে দুইবার এ গতি পরীক্ষা সম্পন্ন করে ট্রেনটি।