চট্টগ্রাম, ২০ অক্টোবর, ২০২৩:
ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসাব করে এ বছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষেধ থাকবে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এস এম রেজাউল করিম।
নিষেধাজ্ঞার সময় সারাদেশে ইলিশ সংগ্রহ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
Discussion about this post