চট্টগ্রাম, ০৮ অক্টোবর, ২০২৩:
বাজারে দাম স্থিতিশীল রাখতে রোববার পাঁচটি কোম্পানিকে আরও পাঁচ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ হায়লদার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ফার্ম এক কোটি ডিম আমদানি করতে পারবে। কোম্পানিগুলো হলো ইউনিয়ন ভেঞ্চার লিমিটেড, জেএফজে প্যারাডাইস কানেকশন, লায়েক এন্টারপ্রাইজ, মেসার্স লাকি এন্টারপ্রাইজ এবং মেসার্স পিঙ্কি ট্রেডার্স।
তবে কোন দেশ থেকে ডিম আমদানি করা হবে তার নাম উল্লেখ করা হয়নি প্রেস রিলিজে ।
এর আগে ২৩ আগস্ট বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঘোষণা করেছিলেন যে সরকার প্রয়োজনে ডিম আমদানির অনুমতি দেবে।
ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা শহরের বিভিন্ন পাইকারি বাজারে অভিযান পরিচালনা করছে এবং জরিমানা আদায় করছে।
Discussion about this post