চট্টগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৩:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ। একই সাথে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে। তফসিল ঘোষণার পর পরিস্থিতি কোনদিকে মোড় নেয় সেই উৎকণ্ঠায় দেশবাসীর।
আজ আগে বিকেল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চূড়ান্ত হবে। এজন্য নির্বাচন কমিশন (ইসি) ২৬তম সভা অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে আজ সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ ও নির্বাচনী তফসিল ঘোষণার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন,নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে বৈঠক করে নির্বাচন কমিশন। আর সন্ধ্যা সাতটার ভাষণেই মূলত তপশিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ আছে বলেও জানান।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাববুিল আউয়াল আগেই বলে রেখেছেন, ‘নির্বাচনের জন্য পরিস্থিতি অনুকূল হোক, প্রতিকূল হোক-নির্বাচন করতেই হবে। পরিস্থিতি প্রতিকূল হলে নির্বাচন হবে না—এ ধরনের কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং (ভুল ধারণা) জনগণের মধ্যে যেন না থাকে সে জন্য স্পষ্ট করে বলতে চাই, নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
নির্বাচনের তফশিল ঘোষণার পর কেউ জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
হারুন বলেন, জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে। পাশাপাশি অলিতে গলিতে মোটরসাইকেল পেট্রোল টিম কাজ করবে।
এছাড়া বিএনপি-জামায়াতের ডাকা ডিএমপির এ কর্মকর্তা বলেন, জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে। পাশাপাশি অলিতে গলিতে মোটরসাইকেল পেট্রোল টিম কাজ করবে।অবরোধে বিশৃঙ্খলা ও নাশকতা মোকাবেলায় দেশের বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Discussion about this post